রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

টেকনাফে কুরআন প্রতিযোগিতা শুরু ৫ রমজান, পুরষ্কার ৩ লক্ষ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ: উখিয়া ও টেকনাফ উপজেলার হাফেজে কুরআনদের প্রতিভা জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বিকাশের লক্ষ্যে ‘কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ প্রতিপাদ্য নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে।

শহিদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ‘আলো কমিনিউটি পার্কে’। ৫ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত ৩ পর্বে ১০ দিন ব্যাপী চলবে হিফজুল কুরআন প্রতিযোগিতা।

এতে নগদ ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশনসহ যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

আলো স্মৃতি ফাউন্ডেশের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল্লাহ জানান, বিগত বছরের ন্যায় উখিয়া-টেকনাফের হাফেজে কুরআনদের নিয়ে অনুষ্ঠিত হবে হিফজুল কোরআন প্রতিযোগিতা । ক্রমান্বয়ে আগামীতে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

বিজয়ী ও কৃতি হাফেজদের আগামীতে জাতীয় ও আর্ন্তজাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।

সাধারণ সম্পাদক, হাফেজ মুহাম্মদ তাহের জানান, এবারের প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের প্রায় অর্ধ শতাধীক মাদ্রাসা হতে ১৩০ জন প্রতিযোগীর অংশ গ্রহণের সুযোগ পাবে ৷ এই প্রতিযোগীদের অনুষ্ঠিত হবে ১ম পর্ব, ২য় পর্ব ও ফাইনাল পর্ব ৷

ফাইনাল পর্বে ১,২,৩ জনের জন্য রয়েছে ৫০ হাজার, ৩০ হাজার,২০ হাজার নগদ টাকাসহ অত্যাধুনিক পণ্য সামগ্রী ৷ আর বাকী সব প্রতিযোগির জন্য রয়েছে ভিন্ন ক্যাটাগরিতে নগদ টাকাসহ পণ্য সামগ্রী ৷ এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল প্রতিযোগী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। উক্ত প্রতিযোগীতায় উপস্থিত হয়ে কুরআনের আলো বিকাশে বিশেষ অবদান রাখার আহবান জানিয়েছেন ৷

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ