বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বোনকে ভারত পাচারের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় চাচাতো বোনকে (১৮) ভারতে পাচারের অভিযোগে চাচাতো ভাই হাবিবুর রহমান গাজীকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামি হাবিবুর তার চাচাতো বোনকে তার শ্বশুর বাড়ি যশোর জেলা বাঁগআচড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়।

হাবিবুর তার শ্বুশুর বাড়িতে তাকে তিন দিন রাখার পর ১১ জুন বাড়িতে নিয়ে আসার নামে পথিমধ্যে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে ভারতে নিয়ে যায়। পরে তাকে ভারতের বিজয়নগর পতিতালয়ে বিক্রি করে সে বাড়ি চলে আসে।

সেখানে ৪ মাস থাকার পর বাংলাদেশি এক লোকের সহযোগিতায় ওই তরুণী দেশে ফিরে এসে নিজে বাদী হয়ে চাচাতো ভাই হাবিবুর রহমানের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।

আরো পড়ুন- রমজানের বিশ্বসেরা পাঁচ সংগীত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ