শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


সংযম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চৌধুরী মনজুর লিয়াকত

জীবন বলেছিল সংযম চর্চা করতে,
করতে পারিনি; লোভ আঘাত হেনেছে!

বিবেক বলেছিল অন্যায় প্রতিরোধী হতে,
পরাজিত হয়েছি; নিজেই জড়িয়েছি!

অনেকে বলেছিলেন ভাল কাজ করো
উল্টো হেঁটেছি; ক্ষণিক লাভ হয়েছিল কিছু!

সময় আবার বললো সংযম পালনের,
রোজা এসেছে; কিভাবে যেন মিশে গিয়েছি!

সংস্কৃতির সংজ্ঞায় বহমানতার অংশ রোজা,
ইফতার- সেহরি-তারাবী; ভালোই লাগলো!

মা খুশী হয়ে বললেন তোর সুন্দরে পরিবর্তন,
কিভাবে হচ্ছে রে? পরিষ্কার উত্তর দিতে পারিনি!

বন্ধুরা অবাক, নেশা ছেড়ে দিলি একেবারে,
বললাম চর্চা করছি; রোজার মাস যে!

সময় বয়ে গেলো,পরিবর্তন উপলব্ধি হলো
কৃতজ্ঞ রইলাম, সেই মাস'টির কাছে!

যা সংযমে উদ্বুদ্ধ করেছিল, আর
পথহারাকে দেখালো আলোর পথ!

সময় পরিক্রমায় বার্দ্ধক্যের আগমন,
মৃত্যু আলিঙ্গনে শান্তির ঘুম অর্জন!

সন্তানদেরকে অন্যেরা বলেন এখন,
'তোমার অভিভাবক ভালো মানুষ ছিলেন'।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ