শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দুটি প্রকল্পের জন্য ৩২৪৭ গাছ কাটার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য সংরক্ষিত কক্সবাজারের মহেশখালী ও গাজীপুরের কাপাসিয়ার দুই বনের ৩২৪৭ টি গাছ কাটার অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে নতুনভাবে স্থাপিত মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে তেল শোধনাগার নির্মাণ (ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্প বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বনভূমির ১ হাজার ৭০১টি গাছ কাটা হবে।

অন্যটি হলো, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি বনভূমি; যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এখানে কাটা পড়বে ১ হাজার ৫৪৬টি গাছ। দুটি প্রস্তাবই অনুমোদন দেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়।

২০১৬ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ২০২২ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। দেশের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বনের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছিল।

ছয় শিশুকে গাছে সাথে বেঁধে পেটাল আ. লীগ নেতা

-আরআর


সম্পর্কিত খবর