বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী

সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফের গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুটি জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা সীমান্ত এলাকা থেকে তিনজন এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে একজনকে ধরে নিয়ে যাওয়ার এ অভিযোগ পাওয়া যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসাইন বলেন, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের ৩৮৫ নম্বর পিলার এলাকা থেকে ভোর ৪টার দিকে তিনজনকে ধরে নিয়ে যায়।’

এই তিন বাংলাদেশি হলেন বালিয়াডাঙ্গি উপজেলার তারানঝুরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (৩৫), হরিণমারী নয়া বসতি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৪) ও নোটাবাড়ি গ্রামের তোফারুল ইসলামের ছেলে পবারুল হোসাইন (২৬)।

অন্যদিকে বিজিবি-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফের একটি দল ৯২৭ নম্বর সীমান্ত পিলারের ২ নম্বর সাব পিলারের পাশ ভোর সাড়ে ৪টার দিকে থেকে মিলন মিয়া (৩৫) নামের এক যুবককে ধরে নিয়ে যায়। মিলন আদিতমারীর দুর্গাপুর গ্রামের মহসিন মেম্বারের ছেলে।

এ বিষয়ে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের পক্ষ চিঠি দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ