শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কুরআন প্রতিযোগিতার জন্য জর্ডানে হাফেজ আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে জর্ডান গেল মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ।

১২-১৭ মে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে সে।

১১ মে জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে আবদুল্লাহ। সঙ্গে তার উস্তাদ মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও রয়েছেন।

গাজী আবদুল্লাহ পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী গাজীর ছেলে।

গত ৪ মার্চ ঢাকার ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে জর্ডান প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

এর আগে আবদুল্লাহ বাংলা ভিশনে পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও সৌদি দুতাবাসে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় সে একাধিকবার খুলনা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে।

সফলতার জন্য হাফেজ আবদুল্লাহ ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দুই বছরে শুনে শুনে হাফেজ হলেন জন্মান্ধ আতিক

-আরআর


সম্পর্কিত খবর