শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


চাঁপাইনবাবগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের নিয়ামতপুর উপজেলার বাঘার সাকো নামক স্থানে দুটি বাসের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) সকালে একটি বিআরটিসি বাসের সঙ্গে মুক্তা পরিবহন নামের অপর একটি লোকাল বাসের মুখোমুখি হয় ।আহতদের আশঙ্কাজনক অবস্থায় ১০ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ‘সকাল ১০টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতের সংখ্যা আরও অনেক বেশী। আহতদের মধ্যে বাসের যাত্রী ছাড়াও চালক ও সহকারীরা রয়েছেন।ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নাচোল থানা পুলিশ ও জেলার গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

দূর্ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা গ্রামের মুরশেদ আলম (৪০), জেলা শহরের হুজরাপুরের বাদশা (৩৭), লাখেরাজপাড়ার খুবাইদ (৩০), নাচোল উপজেলার জগদইল গ্রামের মনোয়ারা (৬০), নাজমা (৪২),শীলা (১২), ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫), জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরের নাহিদ (২৫), গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫), রাজশাহীর কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম (৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা (৫০), নওগাঁ সাপাহার উপজেলার মাষ্টারপাড়ার মইদুল ইসলাম (৪৮), ফারহানা (৪০), সুলতানা (২০), সাবানা আক্তার (২০), নওগাঁ পোরশা উপজেলার শীশা গ্রামের মোসা. সুফিয়া (৪৫) প্রমূখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ