শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে আজ বুধবার ২৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় বজ্রাঘাতে ৬ ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে হবিগঞ্জ জেলায় ভারি বর্ষণ ও বজ্রপাত হয়। এ সময় বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে দুই ধানকাটা শ্রমিক, নবীগঞ্জ হাওরে দুই ধান কাটা শ্রমিক এবং লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে এক ধানকাটা শ্রমিক ও মাধবপুর হাওরে ১ জন মারা যায়।

নিহতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলায় দাইপুর গ্রামের বাসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের জয়নাল উদ্দিন (৬০), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে সুফি মিয়া (৫৫), মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রায় কুমার সরকারের ছেলে জহুর লাল সরকার (১৮), নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ণ পাল (৪০), মায়াকান্দি গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২০)।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পৃথক ঘটনায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ধান কাটার শ্রমিক ও এক স্কুল ছাত্র।

মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রাঘাতে সাইফুল ইসলাম অন্তর (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে তালুকনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে বজ্রাঘাতে শাজালাল মিয়া (২৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাওর থেকে কাটা ধান ট্রাক্টরে করে বাড়িতে নিয়ে আসার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তিনি করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং ছাতিরচর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে।

 

রাজশাহী: রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বুধবার সকালে বজ্রাঘাতে দু'জন নিহত হয়েছেন। উপজেলার ধুবইল মাঠের গভীর নলকূপ অপারেটর সোহাগ (১৮) ও বাতাসপুর বিলে ধান কাটার সময় আনসার আলী (৩২) বজ্রাঘাতে নিহত হয়। এদিকে উপজেলার কলমা ইউনিয়নের চকরতিরাম আদিবাসী গ্রামের বেলাম হেমরমের স্ত্রী এলেনা মুরমু (৩৫) জমিতে বোরো ধান কাটতে গিয়ে সকালে বজ্রপাতে নিহত হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে মহর আলী (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহর আলী উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রাঘতে কুলফি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মহজমপুর তিলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলফি আক্তার শাহ কামালের মেয়ে এবং বাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম নিশ্চিত করেছেন।

নীলফামারী: নীলফামারীতে বজ্রাঘাতে পৃথকভাবে দুই ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে জেলার জলঢাকা ডিমলা উপজেলায় এ ঘটনা ঘটে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের মৃত ইসলাম হোসেনের স্ত্রী আসমা বেগম (৪৫) ও একই উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে কৃষক নূর আমিন (৪৩)।

 

কুমিল্লা: কুমিল্লায় বজ্রপাতের ঘটনায় সেলিম (১৭) ও ইমন (১৫) নামে ২ কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতের ঘটনায় সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি চরে ও সকাল ১১টার দিকে খাস রাজবাড়ি চরে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা উপজেলায় বজ্রাঘাতে আলমগীর হোসেন (২৫) ও কৃষক উজ্জল মিয়া (১৫) নামে ২ জন নিহত হয়েছেন। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় হাবিবুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর