মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


৩ পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে পার্বত্য তিন জেলায়।

সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে সংগঠনটির নেতাকর্মীদের জেলা শহরের রাঙামাটি পৌরসভা এলাকা, কলেজগেট, ভেদভেদী এবং মানিকছড়ি এলাকায় পিকেটিং করতে দেখা গেছে।

পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং ১৬ এপ্রিল মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালির মুক্তির দাবিতে গতকাল ৪৮ ঘণ্টার হরতাল ডাকে সংগঠন দুটি।

জানা গেছে, হরতালের প্রভাব রয়েছে জেলার সর্বত্র। রাঙামাটি শহর থেকে কোনো বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরীণ পরিবহনের একমাত্র বাহন অটোরিকশা চলাচল বন্ধ আছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব জানিয়েছেন, তিন পার্বত্য জেলাতেই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই পিকেটাররা মাঠে আছে।

পাহাড়ে হামলায় ইউপিডিএফ প্রধানসহ নিহত ৫

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ