শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ : নিহত ১৬ আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।

দেশটির দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

দেশটির পক্ষ থেকে জাওয়াইদ সাহওয়ানি জানান, খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ৯ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা নিহতদের মরদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগবে।

বেলুচিস্তান দেশের বেশিরভাগ কয়লার যোগান দিলেও সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভেযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। সর্বশেষ ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন মারা যান।

আরো পড়ুন : এ রমজানে এক মাদরাসা থেকে তারাবি পড়াবেন ১১০ হাফেজ

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ