শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মুসলমানের জন্য সেলুন ব্যবসা জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন :মুসলমানরা সেলুনের ব্যবসা করতে পারবে কি ? এর উপার্জন কি হালাল হবে ?

উত্তর :পুরুষদের জন্য বাবরি চুল রাখা যেমন সুন্নাত, চুল কাটা ও সুন্নাত ৷ ক্ষেত্র বিশেষে চুল কাটা ওয়াজিবও হয়ে যায় ৷ এ সুন্নাত আদায়ের সহায়তায় সেলুন দেওয়া নাজায়িয তো নয়-ই, বরং সুন্নাত আদায়ে সহায়তার নেক নিয়ত থাকলে সাওয়াবের ও কারন হবে৷

আর সেলুনে চুল কেটে অর্জিত উপার্জন ও হালাল হবে ৷ তবে দাড়ি মুন্ডানো, দাড়ি এক মুষ্টির কম করা নাজায়িয বিধায় সেলুনের মাধ্যমে তার সহায়তা করা ও নাজায়িয ৷ এ বাবদ উপার্জনও হারাম হবে ৷

সুত্র: ফাতহুল বারী ১০/৬৩২, ফাইজুল বারী ৪/৩৮০, ফাতাওয়ায়ে শামী ৪/১২৩, আশয়াতুল লুমআত ১/২১২।

উত্তর দিয়েছেন : মুফতী মনির হোসাইন সুজাতপুরী, সাবেক মুফতী ও মুহাদ্দিস, জামিয়া বিননুরিয়া আল-ইসলামিয়া ও জামিয়া আবু হুরাইরা রা. মাদরাসা মিরপুর-১০, ঢাকা ৷

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ