শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দেওবন্দের শিক্ষাব্যবস্থা আরো যুগোপযোগী করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান, দেওবন্দ থেকে

দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার চলতি শিক্ষাবর্ষ ২০১৭-১৮ -এর শেষ বৈঠক সমাপ্ত হলো৷ বুধবার সকাল থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে ২ দিনব্যাপী মজলিসে শুরার বৈঠক৷ বৈঠকে উপস্থিত ছিলেন গত মজলিসে শুরায় নির্বাচিত নতুন ৫ রুকনে শুরাসহ মজলিশে শুরার অন্যান্য সকল রুকনে শুরাগণ৷

মজলিসে শুরার বৈঠকে দেওবন্দের ভারপ্রাপ্ত নাজেমে তালিমাত মাওলানা আফজাল কিমুরী মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত বিষয় পেশ করেন৷ পড়ালেখার বাৎসরিক উন্নতি-অগ্রগতি নিয়ে আলোচনা হয়৷ খতিয়ে দেখা হয় বাৎসরিক পড়া-লেখার রিপোর্ট৷

পড়া-লেখার রিপোর্ট পেশ করার পর এর উপর পর্যালোচনা করেন সবাই৷ সিলেবাসকে আরো যুগোপযুগী করে তোলার পরামর্শ আসে সবার থেকেই৷ অবশেষে সিদ্ধান্তও নেয়া হয় সিলেবাসে কিছু সংযোজন-বিয়োজনের৷

মজলিসে শুরায় দারুল উলুম দেওবন্দের পুরো বৎসরের বার্ষিক হিসাব নিকাশ পেশ করা হয় ৷ পেশ করা হয় মাদরাসার আনুষাঙ্গিক অন্যান্য সকল বিষয়ও৷

এটি বৎসরের শেষ বৈঠক হওয়ায় আগামী বৎসরের নতুন ছাত্রদের ভর্তির বিষয়টিও আলোচনায় আসে এতে৷ পরে বৈঠকে আগামী বৎসরের নতুন ছাত্রদের ভর্তির ব্যাপারেও নেয়া হয় নতুন পদক্ষেপ৷

জানা গেছে, এবারের মজলিসে শুরার আলোচনায় বিশেষভাবে স্থান পায় হিন্দুস্তানের বর্তমান সময়ে মুসলিম সংক্রান্ত চলমান ইস্যুগুলো৷ মজলিসে শুরায় মসজিদ-মাদ্রাসা নিয়ে সরকারের ষড়যন্ত্র, বিবিধ মুসলিম ঐতিহ্য নিয়ে কুচক্রী মহলের বাহানা, তিন তালাকের অবৈধ রায় ও বাবরি মসজিদ মামলা ইত্যাদি বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে বিশেষভাবে৷

উল্লেখ্য, দারুল উলুম দেওবন্দ মজলিসে শুরা কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান৷ উক্ত মজলিসে শুরা কতৃক প্রতি বৎসর কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় দেওবন্দে৷ পাশাপাশি শাবান মাসের মাঝামাঝি সময়ে বাৎসরিক একটি বৈঠকও অনুষ্ঠিত হয় প্রতি বৎসর৷ বরাবরের মতো এবারও শাবান মাসের মাঝামাঝি সময়ে এসেই অনুষ্ঠিত হলো শেষ বৈঠক৷

প্রতিষ্ঠানটির জন্য মজলিসে শুরা কর্তৃক অনুষ্ঠিত সকল বৈঠকের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে বাৎসরিক বৈঠকটি৷ কারণ এ বৈঠকেই পরবর্তী শিক্ষাবর্ষের পূরো বৎসরের পড়া-লেখা, মাদরাসা পরিচালনা ও আনুষাঙ্গিক অন্যান্য নিয়ম-নীতি নিয়ে আলোকপাত করা হয় বিশেষভাবে৷ পরবর্তী বৎসরের জন্য সকল নিয়ম-নীতিও নির্ধারণ করা হয় এই শেষ বৈঠকেই৷

আরো পড়ুন : খতমে বুখারি অনুষ্ঠানের ব্যাপারে দেওবন্দের ফতোয়া

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ