বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ১ জিলকদ ১৪৪৫


ইসলামে সন্ত্রাসবাদের স্থান নেই; সন্ত্রাসীদের কোনো দেশ ধর্ম নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার র‌্যাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম।

কিন্তু একটি গোষ্ঠী ইসলামকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের মদদ দিচ্ছে। যারা সন্ত্রাসী-জঙ্গিবাদে বিশ্বাসী তাদের কোনো দেশ নেই, তাদের কোনো ধর্ম নেই। তারা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু।

শেখ হাসিনা বলেন, ‘আজকে জঙ্গিবাদ শুধু আমাদের দেশের সমস্যা না, এটা এটি আন্তর্জাতিক সমস্যা। আমাদের দেশে একটা অঘটন ঘটে গেছে। তা হলো হলি আর্টিজানে হামলা। অনেকে ভেবেছিল, আমরা আমাদের এই সমস্যাটাকে মোকাবিলা করতে পারব না। কিন্তু র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আমরা হলি আর্টিজানের বিষয়টি মোকাবিলা করেছি।’

‘শুধু হলি আর্টিজান নয়, আশুলিয়া, মিরপুর, দারুস সালামে জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

জঙ্গিবাদ মোকাবিলায় সামাজিক সচেতনতা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা ভুলপথে যেন না যায় সে জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অভিভাবক, শিক্ষক, ইমাম, সর্বোপরি সমাজের সকল স্তরের মানুষের প্রচেষ্টায় জঙ্গিবাদ দমন করা সম্ভব সেটার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

 

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘শিক্ষকদের খেয়াল রাখতে হবে কোনো ছেলেমেয়ে যেন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশিদিন অনুপস্থিত না থাকে। কোথায় আছে, কী করছে এ সব বিষয়ে তাদের খোঁজ-খবর নিতে হবে। তারা সন্ত্রাসবাদ-জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে খেয়াল রাখতে হবে।’

 

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ৭৫-এ তাকে হত্যার পর বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করা হয়েছিল। ভিক্ষা ছাড়া কোনো উন্নয়ন হতো না, বাজেট হতো না। আমরা এখন নিজেদের বাজেট নিজেরাই করতে পারি।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ