মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে এসেছে: শাহজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে এসেছে এবং উপমহাদেশের মধ্যে বাংলাদেশের দুর্ঘটনা কম ঘটে থাকে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিমান অফিস প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন শাজাহান খান। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান ও মোখলেছুর রহমান।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিমান অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে জিপিও মোড় হয়ে মুক্তাঙ্গণে গিয়ে শেষ হয়।

মন্ত্রী বলেন, “বিভিন্ন স্থানে রাস্তার বাঁকগুলো সরলীকরণ, ফুটওভার ব্রিজ, পাতালপথ নির্মাণের ফলে দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। দুর্ঘটনারোধকল্পে সড়ক পরিবহন সেক্টরকে আরো সাবধান হতে হবে।”

তিনি বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনা কম ঘটে থাকে। সড়ক পরিবহন আইন যুগোপযোগী করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ