শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কর্মস্থলে শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা পাবে পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শোভাযাত্রা শেষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, কর্মস্থলে শ্রমিক নিহত হলে পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।

নিহতের সন্তান ডাক্তারি কিংবা টেক্সটাইলে পড়লে দেয়া হবে ৩ লাখ টাকা এবং কোনো শ্রমিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে দেয়া হবে ১ লাখ টাকা। এসময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, অনেক প্রতিষ্ঠান এখনও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেনি। এ কারণে পোশাক খাতে কমিটি গঠন করে দেয়া হয়েছে। যারা কর্মস্থলে নিহত ও আহত হবেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট আছে। একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে মালিক-শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। আর যে ক্ষতিপূরণে ঘোষণা দেয়া হয়েছে তা বাস্তবায়ন চায় শ্রমিকরা।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ