শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

'খুতুবাতে রমজান’ রমজান বিষয়ে সেরা বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: রহমত মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে প্রতি বছর আগমন করে মাহে রমজান৷ এ মাস তাকওয়া অর্জনের মাস৷ নিজেকে কলুষমুক্ত করার অনন্য সুযোগ করে দেয় এ মাস৷

তাই পবিত্র কুরআনে মহান রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর-যেন তোমরা মুত্তাকি হতে পারো৷’

মাগফিরাতের মহান ঘোষণাবাণী নিয়ে আসে রমজান৷ পাপীকে তার পাপ থেকে ফিরে আসার সুযোগ করে দেয়৷ অলসতার চাদর ছুঁড়ে ফেলে ইবাদতে আত্মমগ্ন হওয়ার আহ্বান জানায় এ বরকতময় মাস৷ প্রতি বছর যেন নতুন রূপে ফিরে আসে রমজান৷ আমাদের সংশোধনের আহ্বান জানায়৷

কিন্তু দীর্ঘ ১১ মাসের পঙ্কিল হৃদয় যেন সে ডাকে সাড়া দিতে পারে না৷ ফলে রমজানের আগে আর রমজানের পরের জীবনে দেখা যায় না তেমন কোনো পরিবর্তন৷ কেন এমন হয়? কেন নিজেকে বদলে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়?

সহজ উত্তর হলো, যে মনীষীগণ বাস্তেবই রমজান বুঝেছেন, রমজান পেয়েছেন এমন বুযুর্গদের সোহবত থেকে আমরা দূরে সরে থাকি৷

ডা. আয়েজ আল কারনির লেখা ‘খুতুবাতে রমজান’ সে অভাব অনেকটাই দূর করবে৷ বইটি যদি আমাদের সঙ্গে থাকে তাহলো সরাসরি আল্লাহওয়ালাদের সোহবতে না থাকলেও মনে হবে আমি আহলে দিলের ভাবগাম্ভীর্যপূর্ণ দীনি মজলিসেই বসে আছি৷

নিজেকে সিক্ত করছি কুরআন-হাদিসের নিগূঢ় তত্ববাণীতে৷ এ বইয়ের পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে আল্লা অন্তরের নুরের জ্যোতি৷ ভালো করে মনযোগ দিলে অনুভব করতে পারবে তাদের হৃদয়ের উত্তাপ৷

শায়খ ডা. আয়েয আল কারনি আরব বিশ্বের এক পরিচিত নাম৷ ইলমে কুরআন, হাদিস, ফিকহে ইসলামি, ফিরাকে বাতেলা, উসুলে দীনসহ নানা বিষয়ে যার দক্ষতার সুনাম সবার মুখে মুখে৷

দাওয়াতের ময়দানে বিশাল ভূমিকা রেখে চলেছেন এই বিশ্বখ্যাত আলেম৷ 'লা তাহযান’ তার সবচে আলোচিত, সমাদ্রিত অমর গ্রহন্থ৷ পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে৷ শুধু আরব বিশ্বেই এ বইটির ১০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে৷

বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মুফতি শফিকুল ইসলাম মারুফ৷ গুরুত্বপূর্ণ বইটি সম্পাদনা করেছেন মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান।

মোট ৪০টি খুতবায় বিন্যস্ত করা হয়েছে আলোচ্য বইটি৷ শেষের দিকে রমজানের ফাযায়েল মাসায়েল ও চাঁদ দেখা বিষয়েও দুটি পরিচ্ছেদ রয়েছে৷ 'রমজানে মুসলিম বোনদের প্রতি আহ্বান’ নামে নারীদের জন্যও রয়েছে একটি অনুচ্ছেদ৷ সেখানে কুরআনের আয়াতের অধীনে নারীদেরকে গুরুত্বপূর্ণ ১০টি উপদেশ দিয়েছেন৷

বইয়ের কয়েকটি চমৎকার শিরোনাম হলো, ক্ষমার মৌসুম, রমজান কীভাবে রবণ করবো, অন্তর কীভাবে রোজা রাখে, চক্ষু কীভাবে রোজা রাখে, রোজাদার যেসব ভুল করে থাকে, রমজানে কুরআনের দাবি, রোজাদারের সঙ্গীত, রমজান: দানশীলতার অপূর্ব শিক্ষালয় ইত্যাদি৷ গোটা বইটির পৃষ্ঠা সংখ্যা ২৫৫। প্রকাশনা মানও অন্যান্য ইসলামি বইয়ের তুলনায় ভালো।

বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত

বইটির পাতায় পাতায় অসংখ্য পরিমাণ রেফরেন্স ব্যবহার করা হয়েছে, যা প্রত্যেক গবেষকধর্মী পাঠককে সন্তুষ্টির স্বস্তি দান করবে সুনিশ্চিত। সাধারণ মুসলমানের পাশাপাশি ইমাম, খতিব ওয়ায়েজরাও উপকৃত হতে পারবেন সমানভাবে৷

বাজারে রমজান বিষয়ে অনেক বই পাওয়া গেলেও এ বইটি অনন্য৷ মাদানি কুতুবখানার বই মানেই ভিন্ন রকম আয়োজন৷ চোখ ধাধানো প্রচ্ছদ আর ঝকঝকে ছাপা, উন্নত পৃষ্ঠা৷

পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত ৩৭, নর্থব্রুক হল রোডে (বিশাল বুক কমপ্লেক্স) মাদানী কুতুবখানার বিক্রয়কেন্দ্র। আগ্রহীদের কেউ বইটি ক্রয় করেত চাইলে কল করুন ০১৭৩৩-২০ ৬৭ ৫৭ এই নম্বরে অথবা মেইল করুন madanikbd@gmail.com ঠিকানায়।

এক নজরে খুতুবাতে রমজান৷

মূল: শায়খ ড. আয়েয আল কারনি৷ অনুবাদ: মুফতি শফিকুল ইসলাম মারূপ৷ সম্পাদনা: মুফতি আমিমুল ইহসান৷ প্রচ্ছদ: শাহ ইফতেখার তারিক

প্রকাশক: মাদানি কুতুবখানা পরিবেশক: আল বারাকা লাইব্রেরী, রকমারি, খিদমাহ৷ পৃষ্ঠা: ২৫৫
কাগজ বিনিময়: ২৬০টাকা (মুদ্রিত মূল্য)

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ