বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তাবলিগ ইস্যুতে শুরা ও প্রশাসনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকায কাকরাইলে উত্তেজনা বিরাজ করছে।

চলমান এ উত্তেনাকে  কেন্দ্র করে আজ শনিবার দুপুরে জরুরি বৈঠকে বসছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকায কাকরাইলের শুরা সদস্য ও ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ  ব্যক্তিবর্গ। কাকরাইলের মারকায সূত্র আওয়ার ইসলামকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, দিল্লির নিযামুদ্দীন মারকাযের আমির মাওলানা সাদ কান্দলভীর অনুসারী (ওয়াসিফুল ইসলাম গ্রুপ) এবং আলমি শুরা অনুসারী (মাওলানা যুবায়ের আহমদ গ্রুপ) এর মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত, শুক্রবার সকাল ও আজ শনিবারে দুই গ্রুপ মুখোমুখি হয়। আইন সৃংখলা পরিস্থিতি  যে কোনো সময় অবনতি ঘটতে পারে বলেও মনে করছেন কাকরাইলের শীর্ষ মুরুব্বিরা।

তবে পরিস্থিতি স্বাভাবিক করতেই আজকে শুরা ও প্রশাসনের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মুরুব্বিরা। বৈঠকে উপস্থিত আছেন রমনা থানার ডিসি,  রমনা থানার ওসিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গি উপস্থিত আছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ