বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


অনন্ত জলিলের নতুন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিত্রনায়ক অনন্ত জলিল আবারও সমাজের অসহায় মানুষের জন্য এগিয়ে এলেন।

দৃষ্টিপ্রতিবন্ধী পাঁচজন শিক্ষার্থীকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকদের নিয়ে বিতর্ক আয়োজনকে সফল করে তোলার জন্য আর্থিক অনুদান দেওয়ারও ঘোষণা দেন। সম্প্রতি তাঁর এ ঘোষণায় এফডিসিতে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হন।

ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে শুরু হওয়া জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’ উদ্বোধন করেন ব্যবসায়ী অনন্ত জলিল। প্রথম দিনে বিতর্কে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকেরা।

এফডিসির একটি ফ্লোরে আয়োজিত ‘যুক্তির আলোয় দেখি’র প্রথম দিনের বিতর্ক উপভোগ করেন অনন্ত জলিল।

তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের যে জ্ঞান, বুদ্ধি, মেধা রয়েছে, তা অনেক স্বাভাবিক মানুষের নেই। সব সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়নের মূলধারায় দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ