বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


হুথি ‍বিদ্রোহীদের বড় ধরনের আক্রমণ থেকে রক্ষা পেল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের সীমান্ত প্রদেশ নাজরারে দিকে ছোঁড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এক উচ্চ ক্ষমাত সম্পন্ন ক্ষেপনাস্ত্র আকাশ পথেই ধ্বংস করে দিয়েছে সৌদি বিমান বাহনীর সদস্যরা।

সৌদি  বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাজরানের দিকে আসা ক্ষেপনাস্ত্রটি আকাশ পথেই ধ্বং করতে সক্ষম হয় আমাদের সদস্যরা। এটা শহরে আঘাত হানলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। অবশ্য  আরেকটি ক্ষেপনাস্ত্র নাজরানের সীমান্তের মরু এলাকায় অাঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি।

২০১৪ সালে সরকারে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইয়েমেনে হুথি শিয়ারা। তখন থেকে তারা সৌদি আরবের সীমান্ত প্রদেশ নাজরানে অসংখ্য বার ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।

সৌদি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হুথিরা নাজরানে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার বার রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় ইচ্ছে করেই সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়েছিল। যদিও তারা সফল হতে পারেনি।

সূত্র: আল আরবিয়া

আরো পড়ুন-খতমে বুখারি অনুষ্ঠানের ব্যাপারে দেওবন্দের ফতোয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ