শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘সৌদি তরুণদের বিজাতীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: মক্কার আমির ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা প্রিন্স খালিদ আল ফয়সাল একটি নির্দেশ জারি করে বলেছেন, তরুণ সৌদি নাগরিকরা যারা দেশের প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরও অবশ্যই সৌদি ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে। নারী কর্মীদেরও পরিপূর্ণ পোশাক পরিধান করেই চাকরিতে যোগ দিতে হবে।

তিনি বলেন, সৌদি আরব সরকারের প্রতিনিধিত্বশীল একটি দল এই নির্দেশের বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

সৌদি সরকারের মুখপাত্র সুলতান আল দোসারি বলেন, আমির খালিদ আল ফয়সাল সম্প্রতি একটি মার্কেট পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন, দু’জন তরুণ বিজাতীয় পোশাক পরে দোকানে কাজ করছে।

সৌদি আরবে গতকালের ‘দুর্ঘটনা’র পর বিশেষ সতর্কতা

আমির তাদের জিজ্ঞেস করলেন, তারা কেনো এরকম পোশাক পরছে? তারা বললো, এটা তাদের কোম্পানির নির্দেশনা। এরপর আমির একটি কমিটি গঠন করেছিলেন এটা অনুসন্ধানের জন্য যে কেনো কোম্পানিগুলো সৌদি তরুণদের বিজাতীয় পোশাক পরতে বাধ্য করছে কিনা।

সেই কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পরই আমির এই নির্দেশ জারি করেছেন বলে জানান এই মুখপাত্র।

সৌদি গেজেট থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ