শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদ বিন ছায়েদুল হক
নোয়াখালী থেকে

ধর্ষণ একটি মহাব্যাধি, মৃত্যুদণ্ডে রচিত হোক ধর্ষণের সমাধি' স্লোগানে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী পেইজ এর উদ্যোগে নোয়াখালী শহর মাইজদীর টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নবযাত্রা তরুণ সংঘ, এফপিজি, তিলোত্তমা, বলাকা,টাচ মাল্টিমিডিয়া, বিকেবি ক্লাব লক্ষীপুর,অভিযাত্রিক, বটবৃক্ষসহ নোয়াখালীর বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী পেইজের আহ্বায়ক মিথুন রহমান, যুগ্ম আহবায়ক মিজান রহমান, এফপিজি সভাপতি রায়হান রসু, তাহসান আব্দুল্যাহ তুহিন, রিয়াদ ইবনে মুকেশ, ইউছুপ ফারহান প্রমূখ।

মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালি করে সংগঠনটি। র‍্যালি শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করা হয়।

এসএস

আরো পড়ুন : হংকংয়ে দৃষ্টিনন্দন ইসলামিক সেন্টার নির্মাণের উদ্যোগ


সম্পর্কিত খবর