বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এবার ইসলামিক পণ্য মানুষের ঘরে পৌঁছাবে কলরবের শিল্পীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর একটি হোটেলে গতকাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো অনলাইন শপ তুহফা কালেকশন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কলরবের জনপ্রিয় শিল্পী আবু রায়হান। সঙ্গে আছেন আরেক শিল্পী আরিফ আরিয়ান। এছাড়াও কলরবের সব শিল্পী এবং কলাকুশলীরা নানাভাবে যুক্ত রয়েছেন এতে।

রোববার রাতে ‘ফুড ওয়েব’ এ আলোচনা ও দোয়ার মাধ্যমে যাত্রা করে অনলাইন শপটি। মানোন্নত হালাল পণ্য গ্রাহকদের দরজায় পৌঁছানোর প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি।

Image may contain: 8 people, people sitting, table and indoor

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি আমিমুল ইহসান, মাওলানা নেছার উদ্দীন, রোকন রাইয়ান, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা নূরুন্নবী, যাইনুল হাফিজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কলরবের শিল্পী মুহাম্মদ বরুজ্জামান, ইলিয়াস হাসান, ইয়াসিন হায়দার, রাকিব রায়হান, আহমাদ আবদুল্লাহ, হুসাইন আদনান, ওমর আবদুল্লাহ, মাহফুজুল আলম, ইলিয়াস আমিন, গীতিকার জাফর আহম রাবী উপস্থিত ছিলেন।

Image may contain: 13 people, people sitting, beard and indoor

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস।

তুহফা কালেকশন অনলাইনে হালাল পণ্য বিক্রি করবে। এছাড়াও অনলাইন শপ সম্পর্কে মানুষের প্রচলিক মন্দ ধারণা দূর করতেও কাজ করবে বলে জানান উদ্যোক্তারা।

ফেরত নেওয়া রোহিঙ্গা পরিবার ‘গুপ্তচর’ ছিলো!

কলরবের হৃদয়কাড়া হামদ ‘হাসবি রাব্বি জাল্লাল্লাহ্‌’ (ভিডিওসহ)


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ