বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


বিগত বছরকে আওয়ামী জাহিলিয়াতের যুগ বললেন মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গত বছরটি ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের নাম হচ্ছে আওয়ামী জাহেলিয়াতের যুগ।’

তিনি বলেন, ‘আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে প্রবেশ করতে চাই। নতুন বছরে, বিগত বছরের যে জঞ্জাল গ্লানি ছিল সব মুছে দিতে হবে।

এজন্য আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার থাকতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীকে রাখতে হবে।’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের এই জ্যেষ্ঠ নেতা।

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ কেন্দ্রীয় কমিটি ‘বাংলা-১৪২৫’ বরণ করতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

জাসাস সাধারণ সম্পাদক হেলাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মির্জা আব্বাস, ইথুন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ