শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কাতারের আমিরকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল হোয়াইট হাউসে কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সন্ত্রাসবাদে অর্থায়ন নিয়ে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠার মাত্র এক বছরের মাথায় তাকে অভিনন্দন জানালেন তিনি।

ট্রাম্প ভালবাসা ভরা কণ্ঠে বলেন, ‘তিনি আমার বন্ধু এবং নিপাট ভদ্রলোক।’ পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। আর এই বাণিজ্য চুক্তির আওতায় ৫০ হাজারের বেশি মার্কিন নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা সিরিয়া ও সেখানে ইরান এবং রাশিয়ার প্রভাব নিয়েও আলোচনা করেন। বিবৃতিতে নতুন এ বাণিজ্য চুক্তি কি ধরণের সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ