শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার আহবান ঢাবি শিক্ষক সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘শিক্ষার্থীদের কোটা সংস্কারেরর যৌক্তিক দাবির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের সমর্থন ব্যক্ত করছি’  মর্মে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।

সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মকসুদ কামাল স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়, শিক্ষক সমিতি মনে করে, এই কোটা সংস্কার এখন যুগের চাহিদা। সে অনুযায়ী কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুততম সময়ে ঘোষণা করার জন্য আমরা আহবান জানাই।

শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন কোনোরূপ পুলিশি ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আহবান জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গতকাল মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের মারধর করার ঘটনায় ছাত্রলীগ এখন অহিংস অবস্থানে পৌঁছেছেন। রাতভর স্যোশাল মিডিয়ার প্রচারণায় সুফিয়া কামাল হলের ছাত্রীদের মারধরের খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার বেলা বাড়তে বাড়তে শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে।

এসএস

আরো পড়ুন :রাতের ঘটনার পর ঢাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এলেন রাজপথে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ