বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয়কেশব গোখলে নেতৃত্ব দিচ্ছেন।

এ বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর অাগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয়কেশব গোখলে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়ায় ভারতের দৃঢ় সমর্থন আশা করছে বাংলাদেশ। এছাড়া তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুর অগ্রগতি সম্পর্কেও জানতে চায় বাংলাদেশ।

জানা গেছে, বৈঠকে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে তা জানা যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্র সচিব। এছাড়াও মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে।

ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিট নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র সচিব আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রোববার বিকেল ৪টা ২০মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশে পরিচিতিমূলক সফরে আসেন ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখাল।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।

গত জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখালের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ