মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

‘আমাদের নির্বাচন নিয়ে ঝামেলা পাকিও না’ : বিশ্বজুড়ে সাইবার বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানসহ বিশ্বের বেশ কিছু দেশের নেটওয়ার্কিং সিস্টেমে চালানো হয়েছে শক্তিশালী সাইবার হামলা। ইরানের ডেটা সেন্টারের কম্পিউটার স্ক্রিনে উড়ছে মার্কিন পতাকার ছবি। দেশগুলোর ডেটা সেন্টার ও অন্তর্জালে মার্কিন পতাকার ছবিসহ ছড়িয়ে পড়েছে ‘আমাদের নির্বাচন নিয়ে ঝামেলা পাকিও না’ জাতীয় সাইবার ম্যাসেজ।

হ্যাকারদের ভয়ঙ্কর ধরনের এ সাইবার হামলার বিষয়টি নিশ্চিৎ করেছে ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। রয়টার্সের এক খবরে বলা হয়, সাইবার সন্ত্রাসীদের এ হামলায় বিশ্বব্যাপী প্রায় ২ লাখ রাউটারের সুইচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ওই দুই লাখ সুইচের মধ্যে ইরানেরই আছে প্রায় সাড়ে তিন হাজার সুইচ। হ্যাকারদের করা হামলাটি চলাকালে আক্রান্ত ইউজাররা অনলাইনে প্রবেশ করতে পারছিল না বলে জানা গেছে।

ইরনার বিবৃতিতে জানানো  হয়, মূলত এ হামলাটির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপন্য উৎপাদকারী প্রতিষ্ঠান সিসকোর রাউটারগুলো। প্রতিষ্ঠানটি হামলার আগেই তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছিল বলে দাবি করেছে। হামলার বিরুদ্ধে ‘প্যাচ’ও পাঠিয়েছিল।

মন্ত্রণালয়টি জানায়, হামলার দিন ইরানে নববর্ষের ছুটি চলছিল। তাই সিসকোর পাঠানো ‘প্যাচ’ অনেক প্রতিষ্ঠান ইনস্টল করতে পারেনি।

সিসকো দাবি করেছে, শনিবার ইউজারদের দুর্বলতা নজরে পড়লে তারা সাইবার হামলাবিরোধী টুল পোস্ট করেছিল।

ইরানের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী জাভেদ আজারি জারোমি তার টুইটারে হ্যাকারদের অদ্ভুত ওই বার্তাসহ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত মার্কিন পতাকার ছবিটি পোস্ট করেছেন। টুইটে জানিয়েছেন, হামলাকারী হ্যাকারদের অনুসন্ধান চলছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এসএস

আরো পড়ুন : সমাজের চোখে ছেলেটা কি এতোটা ঘৃণ্য?

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ