শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নেপালে বিমান দুর্ঘটনায় সংসদে শোক প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় পাইলট, কেবিন ক্রুসহ ৫০ যাত্রী নিহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

এছাড়া সাবেক মন্ত্রী এম. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ ৮ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।

বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছরে বাজেট পূর্ববর্তী সংসদ অধিবেশন শুরু হয়েছে রোববার (৮ এপ্রিল) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে।

অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা বেগম সায়েরা খাতুন ও কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর নিহত ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কেএল


সম্পর্কিত খবর