বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


দেশের মানুষ ভালো নেই : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের মানুষ ভালো নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তারা বাঁচতে চায়।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে। ব্যাংকগুলোতে টাকা নেই। কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশের মানুষের নিরাপত্তা নেই। দেশে সুশাসন ফেরাতে জাতীয় পার্টি জোট করে আগামীতে নির্বাচন করবে।

সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নান, মহাসচিব এম এ মতিন ও জাতীয় পার্টির নেতা সোলেমান আলম শেঠ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : ‘মানুষের মন পড়ে সে অনুযায়ী কাজ করতে হবে’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ