বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


রাশিয়ার ১১ জেনারেলকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট পুতিন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে তবে ঠিক কি কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।

একটি সূত্র মতে, রাশিয়ার শপিং মলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়। এর দু’সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনি নিহত হয় যাদের বেশিরভাগই ছিল শিশু বলে জানা যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে কঠোরভাবে জানিয়েছেন পুতিন।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ