শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গুগল সদর দপ্তর পরিদর্শন করলেন বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল সদর দপ্তর পরিদর্শন করেছেন। এসময় গুগল কর্মকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

আল আরাবিয়া ডটনেট জানিয়েছে, বিন সালমান আজ শুক্রবার সানফ্রান্সিসকোর সিলিকনে গুগল সদর দপ্ততরে পৌঁছেন। গুগল প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনসহ অন্য কর্মকর্তারা যুবরাজ বিন সালমান ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান।

গুগলের অফিসিয়াল ওয়েবসাইটের বড় স্ক্রীনে বিন সালামানক স্বাগত জানানোর দৃশ্য প্রচারিত হয়। যেখানে Wellcome লেখা লগো ব্যবহৃত হয়।

সাক্ষাত পর্বে বিন সালমানের সঙ্গে গুগল নিয়ন্ত্রণ কমিটির মতবিনিময় হয়।এতে পারস্পরিক সুবিধাদি, সৌদি আরবে প্রযুক্তি খাতে উন্নয়ন, সাইবার টেকনোলজি, সৌদি যুবকদের প্রযুক্তি বিষয়ক বিশেষ প্রশিক্ষণসহ সৌদির সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কর্মকর্তারা বিন সালমানকে গুগল তৈরি রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুগলের সক্ষমতা বিষয়ে ধারণা দেন। গুগল সদর দপ্তর পরিদর্শনকালে বিন সালামানের সঙ্গে আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত যুবরাজ খালিদ বিন সালামান উপস্থিত ছিলেন।

সূত্র: আল আরাবিয়া।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ