শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইত্তেফাক, যুগান্তর ও দৈনিক ডান্ডিবার্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তরসহ তিনটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহাম্মদ পলাশ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করা হয়।
প্রত্রিকাগুলো হলো, দৈনিক যুগান্তরের অনলাইন পত্রিকার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও ইত্তেফাক, যুগান্তর এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তা।

মামলার বাদী শ্রমিক নেতা কাউসার আহাম্মদ পলাশ জানান, নারায়ণগঞ্জে অপসাংবাদিকের একটি সিন্ডিকেট মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রিপোর্ট করেছে। রিপোর্টে তার কোন বক্তব্য নেয়নি।

প্রতিবাদ দেয়া হলে তাও নেয়নি। ফোনে কথা বলেও তাকে এড়িয়ে যায়। বরং অমানবিক আচরণ করেছে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব জেনে একটি মহল ষড়যন্ত্র শুর করেছে বলে অভিযোগ এ শ্রমিক নেতার।

উল্লেখ্য,গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর-যুগান্তর অনলাইন ও স্থানীয় দৈনিক ডান্ডিবার্তায় শ্রমিক লীগ নেতা কাউসার আহাম্মদ পলাশ চাঁদাবাজ সন্ত্রাসী গডফাদার শিরোনামে সংবাদ প্রকাশ হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ