বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে হুথিরা : হিউম্যান রাইটস ওয়াচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি মিলিশিয়ারা গত মাসে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে। সোমবার মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ পক্ষ থেকে এ ধরনের তথ্য জানানো হয়েছে।

তিন বছর ধরে সশস্ত্র বিদ্রোহে হুথিরা ইয়েমেনের জনবহুল এলাকা এবং সৌদি আরবের জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের পরিচালক সারাহ দিয়েহ জানান, সৌদি আরবের জনবহুল এলাকায় অমানবিকভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা চালানো বন্ধ করা উচিত। কেননা, ইচ্ছাকৃতভাবে বা স্বতঃস্ফূর্তভাবে জনবহুল এলাকায় বা বেসামরিক কোনো স্থানে আক্রমণ চালানো যুদ্ধের আইন লঙ্ঘন করে।

[embed][/embed]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ