শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


উজবেকিস্তানের বাজারে কুরআন প্রেমীদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উজবেকিস্তানের কুরআন প্রিন্ট ও প্রকাশনালয় থেকে প্রথমবারের মতো পবিত্র কুরআন প্রিন্ট করা হয়েছে। সেদেশের রাজধানী তাশখন্দের একটি বইয়ের দোকানে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ক্রয়ের জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।

উজবেকিস্তানের উজুদলিক রেডিও স্টেশন রিপোর্ট বলছে, শনিবার তাশখন্দের জনগণ সেদেশের প্রথম প্রিন্টকৃত কুরআন শরিফের পাণ্ডুলিপি ক্রয় করার জন্য উক্ত শহরের একটি বইয়ের দোকানে ভিড় করেছে।  মাত্র ৩০ মিনিটের মধ্যে পবিত্র কুরআনের ২৫০ খণ্ড পাণ্ডুলিপি বিক্রয় হয়েছে।

পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি মিশরের ’দারুস সালাম’ প্রিন্ট ও প্রকাশনায়ের অনুমোদন স্বপক্ষে উজবেকিস্তানের "হিইলুল" প্রকাশনা থেকে প্রিন্ট হয়েছে। পাণ্ডুলিপিটির হাদিয়া ৩.৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। সূত্র : ইকনা।

গাজায় কেন ফিলিস্তিনিদের রক্ত ঝরছে? (ভিডিও)


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ