শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


স্যালুট আসানসোলের ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদীদের হাতে নির্মমভাবে শহিদ হন ভারতের পশ্চিম বঙ্গের আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদির পুত্র হাফেজ সিবগাতুল্লাহ। পুরো আসানসোলে যখন থমথমে অবস্থা বিরাজ করছিলো, যে কোন সময় বড় ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে অবস্থা যখন এই  তখনই ছেলের জানাযা সামনে নিয়ে শান্তির ডাক দেন ইমদাদুল্লাহ রশিদি। তার সে ভূমিকায় শুধু পশ্চিম বঙ্গই নয় পুরো ভারতই আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বেঁচে যায়।

এ ঘটনা নাড়া দেয় পুরো ভারতকে। বিভিন্ন এলাকা থেকে অভিনন্দন জানানো হয় ইমদাদুল্লাহ রশিদিকে। গতকাল রাহুল গান্ধিও ফোন করে অভিনন্দন জানান। তাকে নিয়ে আজকের এই দুটি ছড়া।

স্যালুট

জগলুল হায়দার

তপ্ত ছিল আসানসোল
মাসুম শিশুর প্রাণ নিলো যেই
সাম্প্রদায়িক পাষাণ শোল।

মন্ত্রী বাবুল* উস্কানিতে
কমুন্যালি ধান্দা করেই
চাচ্ছে ভোটের বোচকা নিতে।

কিন্তু ইমাম রাশিদি
পুত্রখুনির জন্যে তবু
কননি জলদি ফাঁসি দি।

রামনবমীর যাত্রাতে
দেননি বাঁধা উস্কে তিনি
চাননি খুনে সাঁতরাতে।

কবির* রাহুল* সাচ্চা বাত
ইমাম সাবের সম্মানে আজ
উঠায় সারা ভারত হাত।

 

আসানসোলের ইমাম

মন্দাক্রান্তা সেন

বল কী বা তোর ধর্ম মানুষ,
বল দেখি তোর কী নাম
সেই পরিচয় শিখিয়ে দিলেন
আসানসোলের ইমাম

পোঁচের ওপর পোঁচ পড়েছে
আপন ছেলের দেহে
আর্তি চেপে শান্ত থাকেন
এমন সময় কে হে !

হিংসা যেন ছড়ায় না আর
মানুষ বাঁচে যাতে
সেই বারতা ছড়িয়ে দিলেন
করুণ জানাজাতে

যুগের গভীর অন্ধকারে
দাপাচ্ছে জয় শ্রীরাম
আলোর দিকে এগিয়ে গেলেন
আসানসোলের ইমাম

এসএস

আরো পড়ুন : দীদার মাহদী’র ছড়া- বাধা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ