শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মকসুদপুরে বরিশালগামী একটি নৈশ বাস রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত আরও ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন উদ্ধারকর্মীরা।

রোববার (১ এপ্রিল) ভোর রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন যাত্রী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়ে। আহত যাত্রীদের ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত


সম্পর্কিত খবর