বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


স্পেনের মুসলমানদের জন্য ৩ হাজার কুরআন অনুদান করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের একটি ধর্মীয় সংগঠন স্পেনের মুসলমানদের জন্য পবিত্র কুরআনের ৩ হাজার পাণ্ডুলিপি অনুদান হিসেবে দিয়েছে।

এক বিবৃতিতে আরও ঘোষণা করা হয়েছে স্পেনীয় ভাষায় অনুদিত এসকল পাণ্ডুলিপি স্পেনের গ্রেনাডা ও  অ্যাশবির শহরে বসবাসরত মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তুরস্ক এর এন্ডোমেন্ট অফিসে সহযোগিতা "আমার উপহার একটি কোরান হতে দিন" শিরোনামে এক ক্যাম্পেইনের মাধ্যমে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এ প্রকল্পের প্রতি বিশ্বের মুসলমানদের আকর্ষণের প্রতি ইঙ্গিত করে তুর্কি ধর্মীয় সংগঠন বলেছে: এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের কাছে পবিত্র কুরআনের বার্তা পৌঁছে দেয়া।

উল্লেখ্য, "আমার উপহার একটি কুরান হতে দিন" প্রকল্পটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ কোটি পাণ্ডুলিপি বিতরণের জন্য চালু করা হয়েছে।

এ পর্যন্ত বলকানস, মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা, ককেশাস, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে এক কোটি ঊর্ধ্বে পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

সূত্র: আল ইকনা

আরো পড়ুন

কুরআনের কোথায় আছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না: হাইকোর্ট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ