শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে নিম্ন আদালতের রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে হবে। বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নির্দেশ ক্রমে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সারা দেশের সব আদালতে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান বিশ্বের ইতিহাসে এক অনন্য ঘটনা।

এ ঐতিহাসিক দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার প্রতি আমাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। বাংলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় তারিখ উল্লেখ থাকা একান্ত বাঞ্ছনীয়।

যে রেস্তোঁরায় খাওয়াদাওয়া ফ্রি!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ