শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইসরায়েলি ট্যাংকের গুলিতে ফিলিস্তিনি কৃষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গুলিতে ফিলিস্তিনি কৃষক নিহত হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়। শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনী গুলি ছুঁড়ে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ থবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনারা কৃষকদের লক্ষ্য করে গুলি চালালে খান ইউনিস এলাকার কারারা গ্রামের ওমর সামুর (২৭) শহিদ হন এবং আরো এক নাগরিক আহত হন।

উল্লেখ্য, ফিলিস্তিনি শরণার্থীদের প্রবেশের অনুমতি দেয়ার দাবিতে ফিলিস্তিনিরা যখন ছয় সপ্তাহের বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন, তার একদিন আগে এ ধরনের ঘটনা উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনিদের এই পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে গাজা সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরাইল।

উল্লেখ্য, ১৯৭৬ সালে ইসরাইলি সেনাদের গুলিতে ছয় নিরস্ত্র আরব বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে ফিলিস্তিনিরা প্রতিবছর ল্যান্ড ডে বা ভূখণ্ড দিবস পালন করেন। ৩০ মার্চ শুক্রবার শুরু হয়ে আগামী ১৫ মে পর্যন্ত এই গণবিক্ষোভ বা প্রতিবাদ চলবে।

এদিকে, ফিলিস্তিনিদের গণবিক্ষোভ উপলক্ষে সীমান্তে অন্তত ১০০ বিশেষ (বাছাই করা) সেনা সদস্য মোতায়েন করেছে ইসরাইল। একটু এদিক-ওদিক হলে সরাসরি গুলি চালাতে পারবে এসব সেনা।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সৌদি গণমাধ্যম আল আরাবিয়া বলেছে, ইসরাইল বৃহস্পতিবার জাতিসংঘকে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের পরিকল্পিত গণবিক্ষোভের মুখে নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরাইলের।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ