বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ক্লাস নেওয়ার সময় হার্ট অ্যাটাক; রাবি অধ্যাপকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, সকাল ৯টার দিকে বিভাগের প্রথম বর্ষের ক্লাস নেয়ার সময় সুলতান আহমদ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ও পরে রামেকে নেওয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক বলেন, ‘হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি (অধ্যাপক সুলতান আহমদ) আমাদের সাথে কথা বলছিলেন। হাসপাতালে প্রথমে তাঁর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বুকে ব্যথা অনুভব করায় হার্ট অ্যাটাক হয়েছে কি না পরীক্ষা করার সময় তাঁর মৃত্যু হয়। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন।’

আজ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক সুলতান আহমদের জানাজা অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ