শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শুধু মুসলিমরাই ধর্মীয় পরিচয় দিতে গর্ববোধ করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়া উল্লাহ : যুক্তরাজ্যে জাতীয় পরিচয় বহনে মুসলিমরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

যুক্তরাজ্যের একটি গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে। খবরটি জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এই গবেষণার প্রতিবেদনে বলা হয়, অন্যান্য অমুসলিমদের চেয়ে মুসলিমরা নিজেদের ধার্মিক পরিচয় নিয়ে গর্ববোধ করে। তাছাড়াও শিক্ষার প্রতি ইচ্ছা এবং নিজেদেরকে স্বাধীন হিসেবে গড়ে তোলার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়।

এই গবেষণায় আশি শতাংশ মানুষ এটা দাবী করছিলেন যে যুক্তরাজ্যই তাদের জন্য ঘর। এই গবেষণায় অংশগ্রহণকারীদের অর্ধেক (৫৫ শতাংশ) বলেন যে তাদের জাতীয় পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদের মধ্যকার ৯৪ শতাংশের কাছে তাদের ধর্মীয় আচার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন তারা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

ইপসস মোরির বিশ্লেষণ করা এই ৭৫ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করতে ২০১০ সাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছিলেন।

২০১১ সালে যুক্তরাজ্যে প্রায় ৩০ লক্ষ মুসলিম ছিল যা এখন ৬.৩ শতাংশ বেড়ে গিয়ে ৪১ লক্ষে গিয়ে পৌঁছায়।

আরও পড়ুন: ইউরোপে খ্রিস্টধর্ম শিগগির বিলুপ্ত হবে: গবেষণার তথ্য

রোরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ