শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তিন তালাক নিষিদ্ধের পর ভারতের চোখ এবার ৪ বিয়ের দিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন তালাকের পর ভারত এবার মুসলিমদের মধ্যে চার বিয়ের বৈধতা নিয়ে বিচার করবে।

মুসলিম সমাজের মধ্যে চার বিয়ের যে প্রথা প্রচলিত রয়েছে তার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবেন ভারতের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার জানায়, মুসলিম পুরুষের চার বিয়ে ও নিকাহ হালালের বৈধতাও এবার খতিয়ে দেখা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিন তালাকের সঙ্গেই চ্যালেঞ্জ জানানো হয়েছিল মুসলিম পুরুষের একই সঙ্গে চারজন স্ত্রী থাকার অধিকারের বৈধতাকে। চ্যালেঞ্জ জানানো হয়েছিল নিকাহ হালাল প্রথাকেও।

এনডিটিভি জানায়, তিনটি বিষয়ের বিচার একসঙ্গে করতে চাননি আদালত। প্রথমে তিন তালাকের বৈধতা বিচার করা হবে। পরে চার বিয়ের প্রথা এবং সর্বশেষ নিকাহ হালালের বৈধতা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে সর্বোচ্চ আদালত আগেই জানিয়ে দিয়েছিল। ২০১৭ সালেই সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, তিন তালাক অবৈধ।

ধরণ পাল্টে ভয়াবহ রূপে যৌতুক; বিলুপ্ত হচ্ছে না কেনো?

রোরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ