শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন চাই : মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন,  ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাই। খবর মিডল ইস্ট মনিটর-এর।

বৃহস্পতিবার রামাল্লায় বুলগেরিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা কখনোই ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক আলোচনা প্রত্যাখ্যান করিনি।ফিলিস্তিন সব সময় ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বৈধতার ফ্রেমওয়ার্কের বাইরে কোনও সমাধান আমরা মেনে নেব না। আমরা দ্বিরাষ্ট্র সমাধান চাই।

আব্বাস আরও বলেন, পূর্ব জেরুসালেম ইসলাম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের জন্য উন্মুক্ত থাকা উচিত। যেখানে সবাই নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের বিষয়ে আব্বাস বলেন, তাদের অবশ্যই অতি শিগগিরই সবকিছু হস্তান্তর করা উচিত।

আরও পড়ুন ফিলিস্তিনি কিশোরকে নৃশংসভাবে হত্যা করল ইসরায়েলি পুলিশ [ভিডিও]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ