শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর পাঠাচ্ছে মিশরে! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানের টিভি উপস্থাপক বকর আল-আবাদি দাবি করেছেন, ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর পাঠাচ্ছে মিসরে। তিনি এও দাবি করেন, ইসরায়েল এবোলা ভাইরাস আবিস্কার করে এবং মিসরে ফসলে বিষক্রিয়ার মাধ্যমে আরব বিশ্বকে ধ্বংস করার উদ্যোগ নেয়।

তবে ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর মিসরে পাঠিয়েছিল ১৯৬৭ সালে এবং তার উদ্দেশ্যই ছিল দেশটির ফসল বিনষ্ট করা। টাইমস অব ইসরায়েল

বকর আল-আবাদি বলেন, বুবোনিক প্লেগের জীবাণু নরওয়ে থেকে সংগ্রহ করার পর তা ইঁদুরের মাধ্যমে মিসরের সিনাই প্রদেশে ছড়িয়ে দেয়া হয়। ১৯৬৭ সালে ওই ঘটনা ঘটলেও আজও এসব ইঁদুর বংশপরিক্রমায় প্লেগ রোগের জীবাণু বহন করে ফসল হানি করছে।

বকর আল-আবাদির এধরনের বক্তব্য গত ১৩ মার্চ টেলিভিশনে সম্প্রচার করা হয়। মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট তার বক্তব্য অনুবাদ করে সম্প্রচার করে।

১৯৬৭ সালের যুদ্ধে মিসরের কাছ থেকে সিনাই এলাকাটি দখল করে নেয় ইসরায়েল। ১৯৭০ সালে শান্তি চুক্তির মাধ্যমে ওই এলাকাটি মিসরের কাছে ফেরত দেয় ইসরায়েল।

বকর আল-আবাদি বলেন, এধরনের প্লেগ সংক্রামিত ইঁদুর খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। ফসল গ্রাসের সঙ্গে সঙ্গে ইঁদুরগুলো গুদামের ফসল বিনষ্ট এমনকি শিশুদের আক্রমণ পর্যন্ত করে।

টাইমস অব ইসারায়েলের এই প্রতিবেদনে বলা হয়েছে, বকর আল-আবাদির বক্তব্য সেই ঘটনার প্রতিধ্বনি তুলছে যখন ইউরোপের বিভিন্ন স্থানে ইহুদিরা প্লেগে আক্রান্ত হয়ে ব্যাপকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এধরনের মৃত্যু ইতিহাসে ‘ব্লাক ডেথ’ হিসেবে পরিচিত।

তবে বকর আল-আবাদি দাবি করেন শান্তি চুক্তি হওয়ার পরও ইসরায়েল এখনো মিসরে কৃষি খাতে ক্ষতি করে সমগ্র আরব বিশ্বের জন্যে ক্ষতিকর ফসল হানির চেষ্টা করে যাচ্ছে।

তিনি দাবি করেন, ইসরায়েল রাসায়নিক সার ও বিনষ্ট বীজ মিসরে সরবরাহের মাধ্যমে এধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করেছে যাতে দেশটির একটি ব্যাপক এলাকা অনুর্বর হয়ে পড়ে।

এবোলা ভাইরাস ইসরায়েলের একটি ‘বায়োলজিক্যাল উইপন’ বা অস্ত্র বলে দাবি করেন বকর।

বকরের দাবি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ইসরায়েল আরব দেশগুলোতে এধরনের মারাত্মক রোগের জীবাণু ছড়িয়ে দিচ্ছে।

অপরাধি আকাঙ্খা থেকেই ইসরায়েল তা করছে বলে যোগ করেন বকর। তবে জর্ডানের এই টেলিভিশন উপস্থাপক বকর আল-আবাদি এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে গোপনে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অভিযোগ তুলেছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ