শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


চট্টগ্রামে উরস কমিটির বিরোধে সভাপতি নিহত; আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে উরস কমিটির বিরোধের জের ধরে মো. শাহ আলম নিহত হয়েছেন। ওরস পরিচালনা কমিটির বিরোধ নিয়ে ছুরিকাঘাত করলে নিহত হন তিনি। এছাড়াও এ ঘটনায় আহত হয় ৯ জন।

তার বুকের বাম পাশে ছুরিকাঘাত লাগার পর গুরুতর অবস্থায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে দ্রুত পৌঁছায় এবং উরস বন্ধ করে দেয়।

নিহত মো. শাহ আলম চরণদ্বীপ ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি। মঙ্গলবার রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ফকিরাখালী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি হিমাংশু কুমার দাস বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওরস পরিচালনা কমিটির দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার ২৬ জনের নাম উল্লেখ করে নিহতের ছোট ভাই মো. সিরাজুল ইসলাম নবী বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন।

ওরসে যাওয়ার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ