বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

প্রথমবারের মত হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রথমবারের মত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রচলিত হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুদিত হয়েছ।

গত রোববার পেশোয়া শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

অনুষ্ঠানে পাকিস্তানের খাইবার পাখতুনখো প্রদেশের শিক্ষা মন্ত্রী মোশতাক আহমেদ গানী উপস্থিত ছিলেন।

হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করেছেন আব্দুল গাফুর মালেক নামের এক ব্যক্তি। ১২৩৪ পৃষ্ঠা বিশিষ্ট অনুদিত এই পাণ্ডুলিপির ডান পাশে আরবি টেক্সট (পবিত্র কুরআনের আয়াত) এবং বা'পাশে হিন্দেকো ভাষায় অনুবাদ রয়েছে।

আব্দুল মালেক ২০০৪ সালে ইন্তেকাল করেন। জীবিত থাকা অবস্থায় তিনি হিন্দেকো ভাষায় অনেক হাদিস অনুবাদ করেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের একটি আঞ্চলিক ভাষা হিন্দেকো। সেদেশের উত্তরপশ্চিমাঞ্চলে এই ভাষীর বসবাস রয়েছে। এছাড়াও ভারত এবং আফগানিস্তানেও এই ভাষায় অনেক কথা বলে। সংস্কৃতের একটি শাখা হিন্দেকো ভাষা। জরিপ অনুযায়ী বিশ্বে ১ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। সূত্র : ইকনা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ