শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আল কলম গবেষণা পরিষদের সেমিনার ২৫ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গবেষণা মুলক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন "আল কলম গবেষণা পরিষদ বাংলাদেশ" এর উদ্যোগে আগামী ২৫ শে মার্চ ২০১৮ রোববার বিকাল ২ টায় পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে "মুক্তিযুদ্ধে আলিম সমাজ" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আল কলম গবেষণা পরিষদের সভাপতি মাওলানা ফয়যুল হাসান বলেন, ৭১’ এর স্বাধীনতা যুদ্ধে অনেক উলামায়ে কেরামই ছিলেন মুক্তিকামী মানুষের সাথে।

বাংলাদেশের বিখ্যাত আলেম ও বুযুর্গ কওমী ওলামাদের শীরমনি আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর রাহ. ও মাওঃ এমদাদুল হক আড়াইহাজারী তাঁদের অন্যতম, সে সময় তারা স্পষ্ট ভাষায় বলেছিলেন,“এ যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এটা হল জালেম আর মাজলুমের যুদ্ধ"।

এ যুদ্ধ ছিলো জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। পাকিস্তানীরা জালেম আর এ দেশের বাঙ্গালীরা মাজলুম। তাই মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন।

উক্ত সেমিনারে দেশের খ্যাতনামা চিন্তাবিদ, লেখক ও গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন।

একজন সত্যান্বেষী দেশপ্রেমিক হিসেবে উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের প্রতি আহবান জানিয়েছেন আল কলম গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক হাসান মুহাম্মদ কামরুযযামান।


সম্পর্কিত খবর