শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এই লুটপাটের জন্য বঙ্গবন্ধু জীবন দেননি : ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার ১৭ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে লুটপাট ও সম্পদের পাচার রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

ড. কামাল হোসেন বলেন, ‘নাম ভাঙিয়ে আওয়ামী লীগ করা, লুপাট ও অর্থ পাচার করা বঙ্গবন্ধুকে অবমানা করা ছাড়া কিছুই নয়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে জনগণের অংশ হিসেবে জনগণের পক্ষ হয়ে সেই কথাগুলো আমরা আজ স্মরণ করতে চাই। বঙ্গবন্ধু আমাদের ক্ষমতা দিয়ে গেছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন। জনগণ অবশ্যই ক্ষমতার মালিক। তার সঙ্গে দায়িত্ব আছে। এ দেশের সম্পদ লুটপাট হয়ে যাবে আর আমরা কি নীরব দর্শক হিসেবে বসে দেখতে থাকবো?’

ড. কামাল বলেন, ‘আমরা তো সারাজীবন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি। আমি এখনও বঙ্গবন্ধুর আওয়ামী লীগে আছি বলে বিশ্বাস করি। এখন দেশে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে আওয়ামী লীগ করা হচ্ছে। এটাকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলার অর্থ বঙ্গবন্ধুকে অবমাননা; অবমাননা করা ছাড়া আর কিছু না।’

তিনি বলেন, ‘আমি স্বচক্ষে দেখেছি, উনাকে (বঙ্গবন্ধু) দুই-দুই বার সারা পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, ‘পাগল নাকি, আমি সারাজীবন রাজনীতি করেছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।’ ওই কথাটা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে।’

ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধু কি লুটপাট করার ওপেন টেন্ডারের লাইসেন্স দিয়েছেন? যারা এখন টাকা মারছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তাদের সুযোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছিলেন? সবার বোঝা উচিত, উনি এই সুযোগ দেওয়ার জন্য জীবন দেননি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ