শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইসরাইল সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা লেবানন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের সীমান্তের কাছে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি। গতকাল (বৃহস্পতিবার) ইতালির রোমে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সা'দ হারিরি বলেন, "ইসরাইল এখনও লেবাননের প্রধান হুমকি। আমরা দক্ষিণ সীমান্তে আরও এক রেজিমেন্ট সেনা পাঠাব।" লেবাননের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। আর্থিক সহযোগিতারও আবেদন জানান হারিরি।

লেবাননের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইসরাইল লেবানন সীমান্তে জাতিসংঘ সমর্থিত ব্লু লাইন লঙ্ঘন করে দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে। ইসরাইলের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্লু লাইন বরাবর অন্তত ১৩টি পয়েন্টে লেবাননের স্থলসীমা লঙ্ঘিত হবে বলে এর আগে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন জানিয়েছেন।

ইসরাইল লেবাননে হামলা চালানোর হুমকি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সা'দ হারিরি।

এইচজে


সম্পর্কিত খবর