শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : সবুজ শ্যামল বাংলা নামেই পরিচিত এ দেশ। এখানকার মাটিতে মিশে আছে শহীদের রক্ত। অনন্য ও সজিবতায় চারপাশ মুগ্ধ থাকার কথা এ শহর, এ নগরের প্রতিটি রাস্তা।

তবে মানুষের চাপ ও নিত্যদিনের বর্জ্য সজিব প্রাণকেও করে তোলে অসহায়। নাক চেপে রাস্তা পাড় হতে হয় কোথাও কোথাও। ময়লা জমে কোথাওবা হয়ে আছে ধুলোরস্তুপ।

এসবে বড়দের জীবন যেমন দূষিত হয়ে উঠছে আক্রান্ত হচ্ছে শিশুরাও। নগর যান্ত্রিকতায় তারা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন মননে। অথচ চাইলেই তাদের আমরা একটা পরিচ্ছন্ন জীবন দিতে পারি। নিজেদের জন্য পরিচ্ছন্ন করতে পারি এ শহর।

এ মহতি উদ্দেশ্যকে সামনে রেখেই অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম শুরু করেছেন  ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবর্জনা, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনতা সৃষ্টির লক্ষে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আমাদের বিশ্বাস এ ডাকে সারা দেবে অসংখ্য তরুণ। নিজেদের জন্যই আমাদের শহরকে নিরাপদ করার এ উদ্যোগে শরিক হবেন তারা।

কর্মসূচির তারিখ- ২৬ মার্চ সোমবার। সময়- সকাল ১১ টায়। স্থান- রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

রাজধানী জুড়ে একাধিক পয়েন্ট থেকে চলবে ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

কর্মসূচিতে অংশ নেয়া তরুণরা রাস্তা ঝাড়ু দেবেন। এ ছাড়াও সাধারণ পথচারীদের বিনামূল্যে মাক্স বিতরণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ সচেতন আলেম উলামা, শিক্ষাবিদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব মাদরাসা, স্কুল/কলেজসহ সর্বস্তরের তরুণ সমাজকে সামাজিক এ কাজে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে প্রাতিষ্ঠানিক উদ্যোগেও এ ক্যাম্পিংয়ে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

প্রেসক্লাব থেকে এ কর্মসূচির উদ্বোধনের পর আগ্রহী ঢাকার তরুণরা চাইলে তাদের এলাকায় কর্মসূচি পালন করে এ উদ্যোগে শামিল হতে পারেন। সে জন্য এ ক্যাম্পিং টিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এলাকার নাম কনফার্ম করতে হবে।

কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে একটি করে টিশার্ট [গেঞ্জি] দেয়া হবে। থাকবে ঝাড়ুসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ: ১২২/১ উত্তর মুগদা, ঢাকা ১২১৩

মোবাইল: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭ ৩৭ ৫২ ৯৯, ০১৭১৭ ৮৩ ১৯ ৩৭

আরও পড়ুন: ‘আওয়ার ইসলাম’ হয়ে উঠুক গর্বের গণমাধ্যম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ